Explained BD

যেকোন বিষয় সংশ্লিষ্ট ব্যাখ্যা অনুসন্ধানের সঠিক স্থান।

Post Top Ad

Post Top Ad

Tuesday, January 31, 2017

11:50 PM

যে চারটি কারণে চাইনিজ স্মার্টফোন গুলো তুলনামূলকভাবে সস্তা!


আজকাল স্মার্টফোন সকলের প্রধান আকর্ষণের বিষয়। বাজারে রয়েছে নানা ব্রান্ড। কিন্তু চাইনিজ ব্রান্ড গুলোর দাম তুলনামূলকভাবে  কম। চাইনিজ ব্রান্ড বলতে আমি Xiaomi, Lenovo, Meizu, ZTE, Asus, Oneplus অথবা আমাদের দেশের Walton, Symphony ইত্যাদি বলতে চাইছি। অন্যদিকে Samsung, HTC, Sony, Huawei, LG etc এদের দাম বেশি। চলুন জানি কেনো,


এর মূল কারন চারটি ঃ

1) Research and Development : বড় ব্রান্ড গুলো বিশাল অংকের অর্থ খরচ করে থাকে তাদের গবেষণাতে।
তারা অত্যাধুনিক প্রযুক্তি ইনভেন্ট করার চেষ্টা করে। পৃথিবীর মধ্যে আজ স্মার্টফোন এত উন্নতি করার পিছনে এটাই কারন। এজন্য তাদের ফোনগুলো থেকে বেশি মুনাফা অর্জন করতে হয়। অন্যদিকে চাইনিজ ব্রান্ড গুলো তেমন কিছুই করেনা। তারা শুধু লেটেস্ট টেকনোলজি গুলো manufacture করে থাকে। তাই তাদের কম মুনাফা দরকার।

2) Marketing : বড় ব্রান্ডগুলো তাদের বিজ্ঞাপন এর ক্ষেত্রে অনেক খরচ করে থাকে যা চাইনিজ গুলো তেমন হারে করেনা।

3) Size : বড় ব্রান্ডগুলোর অনেক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে তারা তাদের উপরের পদের লোকদের যত সেলেরি দেয় হয়তোবা চাইনিজ ব্রান্ডগুলোর বিনিয়োগ তত নয়।

4) Strategy : বড় ব্রান্ডগুলোর জনপ্রিয়তা আছে, ফলে তাদের উপর মানুষের একটি বিশ্বাস কাজ করে যা চাইনিজ ব্রান্ডগুলোর নেই। বড় ব্রান্ডগুলোর সার্ভিস সর্বত্র কিন্তু চাইনিজ ব্রেন্ডগুলোর নয়।

এইগুলই ছিল মূল কারন। ফোনের quality, performance ব্রান্ডের উপর নির্ভর করেনা। নির্ভর করে তার চিপসেট ও বিল্ড কোয়ালিটির উপর।

এটা আমার প্রথম পোস্ট। আশা করি ভালো লেগেছে। সকল বিশয় সম্পর্কিত তথ্য জানতে সাথে থাকুন, ধন্যবাদ।